আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি) ঃ বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ইং অর্থ বছরে ১কোটি ৪৪লক্ষ ৯৬হাজার ১৩টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১কোটি ৪৪হাজার ২৯হাজার ১৩টাকা। গত মঙ্গলবার পরিষদের হলরুমে এ বাজেট ঘোষণা করেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেকেন্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ লাটিম, ইউপি সচিব বলবন রহমান, ইউপি সদস্য আফরোজা খাতুন, নাজমা বিবি, আকতার বানু, ফেরদৌউস হোসেন মিঠু, এমদাদুল হক, তরিকুল ইসলাম, মানিক মিয়া, আপেল মাহমুদ, আফজাল হোসেন’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ এবং ইউডিসি উদ্দোক্তা গন।