রায়হান হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের মুখোমুখি করার দাবি……. কমরেড সামাদ

0
162
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমদকে নির্যাতন করে হত্যার ঘটনায় অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন ভূঁইয়া সহ চারজনকে বরখাস্ত ও আরো তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানিয়েছেন।
১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি এ দাবি জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ কোন পুলিশী রাষ্ট্র নয়। অথচ জনগণ আজ পুলিশের কাছে জিম্মি হয়ে পড়েছে। পুলিশ বাহিনীর অনেক সদস্য বেপরোয়া হয়ে উঠেছেন। প্রতিনিয়তই পুলিশের হাতে নির্যাতন-নিপীড়ন-হত্যার শিকার হচ্ছে সাধারণ মানুষ। জড়িত পুলিশ সদস্যদের বিচারের আওতায় না আনার ফলে দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। পূর্বেও অনেক ঘটনায় পুলিশ সদস্যদের বরখাস্তের মতো সিদ্ধান্ত নেয়া হলেও বিচারের মুখোমুখি করার ঘটনা বিরল।”
কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “ভোর রাতে পুলিশ হেফাজত থেকে ফোন করে ছাড়িয়ে নেওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল রায়হান। অথচ সেদিনই পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়েছে। তার পা ও শরীরের বিভিন্ন স্থানে রয়েছে আঘাতের চিহ্ন ছিল, হাতের নখ উপড়ানো ছিল। টাকা আদায়ের জন্য পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতনের ঘটনা বর্তমান সময়ে ব্যাপক আকার ধারণ করেছে।”
তিনি বিচার বহির্ভুত হত্যা-নির্যাতন বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। একই সাথে সিলেটের ঘটনা সহ পূর্বের সকল ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here