
উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যম‚ল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে বাজার পরিদর্শন করেছেন ডিসি আনজুমান আরা। শহরের বাণিজ্যিক এলাকা রূপগঞ্জের মাছের বাজার, মাংসের দোকান, কাঁচা বাজার, মুদিখানা, বিভিন্ন গার্মেন্টসের দোকান পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের সময় ডিসি আনজুমান আরা ও এসপি মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) ব্যবসায়ীদের দ্রব্যম‚ল্য অতিরিক্ত দাম না নেয়ার অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চিন্ময় রায়, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, রূপগঞ্জ বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. রজিবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক শন্তু ঘোষ প্রমুখ।
