রোজার নিয়ত মুখে করা জরুরি নয়

0
193
728×90 Banner

ডেইলি গাজীপুর ধর্মপাতা: রমজান মাস রোজা পালনের মাস। এ মাসে আল্লাহর আনুগত্যে মানুষ রোজা রাখেন। রোজা রখার জন্য প্রতিদিন আলাদা আলাদা সাহরি খেতে হয়। ইফতার করতে হয়। নিয়তও করতে হয়। রোজার নিয়ত সম্পর্কে সংক্ষিপ্ত ও জরুরি মাসআলা-
♦ রোজার জন্য অবশ্যই নিয়ত করতে হয়। নিয়ত ছাড়া রোজা শুদ্ধ হয় না। (ফাতাওয়ায়ে তাতার খানিয়া, খÐ-২, পৃষ্ঠা ২৭০)
তবে মুখে নিয়ত করা জরুরি নয়, অন্তরে নিয়ত করলেই যথেষ্ট। আর হ্যাঁ, অর্থ ও মর্ম অনুধাবন করে মুখে নিয়ত করা যায়। (ফাতাওয়ায়ে শামি, খÐ-৩, পৃষ্ঠা ৩৪৫)
♦ নিয়ত আরবিতে হওয়া জরুরি নয়, যেকোনো ভাষায় নিয়ত করা যায়। নিয়ত এভাবে করা যায়Ñআমি আজ রোজা রাখার নিয়ত করলাম। (জাওয়াহিরুল ফিকাহ, খÐ-১, পৃষ্ঠা ৩৭৮)
♦ দ্বিপ্রহরে সূর্য হেলে পড়ার দেড় ঘণ্টার আগ পর্যন্ত রমজানের রোজার নিয়ত করা বৈধ। তবে রাতে নিয়ত করাই উত্তম। (ফাতাওয়ায়ে তাতার খানিয়া, খÐ-২, পৃষ্ঠা ২৭০; আহসানুল ফাতওয়া, খÐ-৪, পৃষ্ঠা ৪৪৬)
♦ রমজানে রোজা রাখার উদ্দেশ্যে খাওয়াটা এক ধরনের নিয়ত। যদি কোনো কিছু খাওয়া অথবা পান করা না হয়, তাহলে সূর্য হেলে পড়ার দেড় ঘণ্টার আগেই নিয়ত করে নেবে। (ফাতাওয়ায়ে রহিমিয়া, খÐ-৩, পৃষ্ঠা ৩৭)
♦ যদি কেউ সূর্য হেলে পড়ার আগে নিয়ত করে যে আমি এই সময় থেকে রোজাদার, তাহলে তার রোজা শুদ্ধ হবে না। (ফাতাওয়ায়ে শামি, খÐ-৩, পৃষ্ঠা ৩৭)

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here