রোজা মানুষের মানবিক গুণাবলী বিকশিত করে …… লায়ন মো. গনি মিয়া বাবুল

0
199
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, রোজা মানুষের মানবিক গুণাবলী বিকশিত করে। মানবিক মূল্যবোধ, নৈতিকতার উন্নয়ন ও সুস্থ্য শরীর-মনের জন্য রোজা সহায়ক ভূমিকা পালন করে। পবিত্র রমজান রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস। অল্প ইবাদতে বেশী নেকী অর্জনের সর্বোত্তম মাস হচ্ছে রমজান। ঈমান, তাকওয়া অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের সর্বশ্রেষ্ঠ সময় রমজান মাস। রমজান প্রতিটি মুহুর্ত খুবই মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ। রমজান আমাদের জন্য এক বিশেষ নিয়ামত।
রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। রমজান মাসের ফজিলত ও আমলের নিয়মাবলী প্রচারের মাধ্যমে গণমাধ্যম মানুষকে ইবাদতের জন্য উদ্বুদ্ধ করতে পারে। স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাবার গ্রহণের ক্ষেত্রে গণমাধ্যম ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ১৪ মে বিকালে গাজীপুর শহরের ফুডপার্কে আয়োজিত ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রোমান শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের গাজীপুর অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আমিনুল বাহার, গাজীপুর ল’কলেজের অধ্যক্ষ এড. দেওয়ান আবুল কাশেম, গাজীপুর জজ কোর্টের এপিপি হাজী এড. আতাউর রহমান আকাশ, এড. লাবিব উদ্দিন, স্থানীয় কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. আকতারুজ্জামান, নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. লোকমান হোসেন ও দৈনিক মুক্ত বলাকা পত্রিকার সম্পাদক মো. আলমগীর হোসেন।
আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ক্লাবের প্রধান উপদেষ্টা লায়ন মো. গনি মিয়া বাবুল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here