Daily Gazipur Online

লামায় পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধিঃ লামার রুপসীপাড়া ইউনিয়নের বাজার পাড়াস্থ লামা খালে গোসল করতে গিয়ে সাবিনা ইয়াছমিন নামে এক প্রতিবন্ধী কিশোরীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ মে) সকাল সাড়ে ৯টায় এই ঘটনা ঘটে। সে রুপসী বাজার পাড়ার ছিদ্দিক জমাদ্দারের মেয়ে।
স্থানীয়রা জানান, মেয়েটি মৃগী (নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রোগ) রোগী ছিল। খালে গোসল করতে নামলে খিঁচুনি উঠলে সে পানিতে ডুবে মারা যায়। সে সময় আশপাশে কেউ না থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। সে দীর্ঘদিন যাবত মৃগী রোগে কষ্ট পাচ্ছিল।