Daily Gazipur Online

লালপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু, নানী আহত

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরের নওপাড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া শিশু মাইশা আজ মারা গেছে । একই ঘরে থাকা মা ও মেয়ের মৃত্যু হলেও , আহত নানী রয়েছে হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা যায় : মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) রাত ৯ টার দিকে নওপাড়া গ্রামের রমজান আলীর বাড়ির টিনের একটি ঘরে আগুন লাগে , ঘরে থাকা রমজান আলীর বিধবা বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে শাহানাজের (৪৫ ) ঘটনাস্থলে মৃত্যু হয় । শাহানাজের মা ইয়াতন ( ৮৫ ) ও মেয়ে মাইশা ( ৮ ) কে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ (২৭ সেপ্টেম্বর) সকালে মাইশা মারা যায় ।
আজ বুধবার সকাল ১০ টায় শাহানাজের জানাজা শেষে দাফন করা হয় ।
এ ব্যাপারে লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক সাব্বির আহমেদ জানান , খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই একজন মারা গেছে ।আহত অবস্থায় শিশুসহ দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একই ঘরে থাকা ,খাওয়া ও রান্না করায় চুলার আগুন থেকে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।