লালপুরে ঈগল ও নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

0
155
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল ও নৌকা প্রতীক এর নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, বিজিবি টহল দল ও লালপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কোন এক সময় দূর্বৃত্তের দেওয়া আগুনে স্বতন্ত্র প্রার্থী ঈগলের ও নৌকার নির্বাচনী ক্যাম্পের প্যান্ডেলের কাপড়ের কিছু অংশ পুড়ে গেছে।
এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ এর গৌরিপুর এলাকার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: সাজ্জাদ হোসেন সুমন বলেন, নৌকা প্রতীকের লোকজনই ঈগলের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। প্রতিনিয়ত তাদের (নৌকার) লোকজন ঈগলের কর্মী সমর্থকদের নির্যাতন, হুমকি ধামকি, অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করছে। কতৃপক্ষের কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি। তারা নির্বাচনী সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশ বিনষ্ট করার জন্য এসব দূর্ঘটনা ঘটিয়ে ভোটারদের মধ্যে আতংক সৃষ্টি করছে।
এঘটনায় শহিদুল ইসলাম বকুলের নৌকা প্রতীকের নির্বাচনী প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয় বলেন, কে বা কাহারা নির্বাচনী অফিসে আগুন দিয়েছে বলতে পারছি না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত চলছে। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here