লালপুরে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

0
78
728×90 Banner

লালপুর ( নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর ঋণের পরিশোধ করতে না পেরে আলামিন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
রোববার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার কেশববাড়ী গ্রামে এঘটনা ঘটে। আল-আমিন একই গ্রামের কালামুদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আলামিন ঋণগ্রস্ত হওয়ায় বিভিন্ন লোকজন টাকার জন্য চাপ দেয়। টাকা পরিশোধ করতে না পারায় তার স্ত্রী সুজেলা খাতুন রাগ করে বাপের বাড়ি চলে যায়। এতে ঋণের চাপ সইতে না পেরে পরিবারের অজান্তে নিজ ঘরের চালের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়ারুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া এঘটনায় লালপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here