লালপুরে খাস জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ১৩

0
84
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধি :নাটোরে লালপুরে খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ মে) বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোহরকয়া গ্রামের রনজিত মোল্লা (৭০), মোঃ মন্টু মোল্লা (৪০), মোঃ তৌহিদ মোল্লা (৩০), রোহান মোল্লা (২৮), বিলমাড়ীয়া গ্রামের তাইফুল ইসলাম টিনু (২৭), নিজাম মোল্লা (৫০), কামরুল মোল্লা (৩০), শুকুর মোল্লা (৩৫)
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মহিলাসহ আহত আরও পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায় ।
এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুরুজ্জামান শামীম বলেন, আহত কয়েকজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছে, গুরতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান বলেন খাস জমি নিয়ে ঝামেলা, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here