Daily Gazipur Online

লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

লালপুর (নাটোর) প্রতিনিধি: “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) লালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ( ওসি ) মো. নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, পল্লী বিদ্যুৎ লালপুর জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম প্রমুখ।
লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারীর নেতৃত্বে বিভিন্ন অগ্নিকাণ্ডে উদ্ধার ও অগ্নিনির্বাপণ বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।