লালপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

0
40
728×90 Banner

লালপুর ( নাটোর ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব-২০২৪ উপলক্ষে নাটোরের লালপুরে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান। উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীর সঞ্চালনায় উক্ত কর্মশালায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা প্রকৌশলী সাজেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

উক্ত কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা থেকে ১২টি দল অংশগ্রহণ করেন এবং আগামীর বাংলাদেশ নিয়ে তরুণ শিক্ষার্থীরা তাদের ভাবনা প্রদর্শন করেন। এ সময় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। মুক্তিযুদ্ধ আন্দোলন সংগ্রামের পাশাপাশি সকল ক্ষেত্রে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় ঘোষণা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here