Daily Gazipur Online

লালপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ সাবেক ছাত্রদল নেতা আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দেশীয় অস্ত্র ও আট রাউন্ড তাজা গুলিসহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান আরিফকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার মোহরকয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ মীমাংসার উদ্দেশ্যে মোহরকয়া গ্রামের আলম আলীর বাড়িতে আগ্নেয়াস্ত্রসহ প্রবেশ করেন মেহেদী হাসান আরিফ। একপর্যায়ে সেখানে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মাথায় আঘাত পেয়ে পালিয়ে যান তিনি, তবে তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলি ঘটনাস্থলেই পড়ে থাকে।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, আটক মেহেদী হাসান আরিফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আরিফ রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকার সেকেন্দার আলীর পুত্র ও নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।