লালপুরে প্যাটার্নভিত্তিক প্রদর্শনীর মাঠ দিবস

0
19
728×90 Banner

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”র আওতায় স্থাপিত প্যাটার্ন ভিত্তিক প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালপুরের আয়োজনে উধনপাড়া ব্লকের উদ্যোগে মোহরকয়া আমবাগান চত্বরে ২০২৪ – ২৫ অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প”র আওতায় স্থাপিত প্যাটার্ন ( সরিষা – বোরো — রোপা আমন ) ভিত্তিক প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্টিত হয়। বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার আশিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুর নাহার , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহীদুজ্জামান , সেলিম রেজা প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here