Daily Gazipur Online

লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি :নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মোহরকয়া ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ১শ ৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমানের সঞ্চালনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোতালেব সরকার, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, মোমিনপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার মোকারেব্বুর রহমান নাসিম, লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, বিশিষ্ট সমাজসেবক ওয়াহেদুজ্জামান সরকার, বিশিষ্ট ব্যাবসায়ী আছলাম উদ্দীন প্রমুখ।

Print Friendly, PDF & Email