

লালপুর ( নাটোর ) প্রতিনিধি: লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রাক্টর ও যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহতের খবর পাওয়া গেছে ।
সূত্রে জানা যায়, মঙ্গলবার ( ৩ জানুয়ারি ) সন্ধ্যা ৬ টার দিকে লালপুর – ঈশ্বরদী সড়কের নূরুল্লাপুর মসজিদের নিকট ঈশ্বরদীর দিক থেকে আসা নর্থ বেঙ্গল সুগার মিলের আখ বোঝাই করা টাক্টার ও লালপুর হতে ঈশ্বরদী উদ্দেশ্য যাওয়া যাত্রীবাহী অটো মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে । নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলো ,বেদেনা বেগম(৫০) ,আফরোজা (৩০), শ্রী দেবাশীষ (৫২)। তবে তহমিনা (৪০) নামের এক নারীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
