
সাহানুর রহমান,রংপুর: সরকার যখন দেশ থেকে মাদক নির্মূলে বদ্ধ পরিকর এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, ঠিক তখনই পুলিশের সহায়তায় এক মাদক চোরাকারবারিকে মসজিদ কমিটিতে অন্তর্ভূক্ত করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। লালমনিরহাট সদরের বড়বাড়িতে অবস্থিত ঐতিহাসিক হারানো মসজিদ কমপ্লেক্স কমিটি গঠনের ক্ষেত্রে এ ঘটনাটি ঘটেছে ।
জানা গেছে,এ মসজিদ কমপ্লেক্স পরিচালনাকারীদের সাথে পদ-পদবী নিয়ে স্বার্থান্বেষী জনৈক দবির গং এর বিবাদ চলে আসছিল। দবির উদ্দিনের অনিয়ম/দূর্নীতির বিষয়ে কয়েক দফা বৈঠকের মাধ্যমে তার অপরাধ প্রমাণ হবার পর তাকে বহিস্কার করা হলেও হাল ছাড়েননি তিনি। রাতারাতি হাত করে নেন তারই স্বভাবের দুশ্চরিত্রের কয়েকজনকে। ক্ষমতা ধরে রাখতে চালান নানা কুট-কৌশল। সৃষ্টি হয় অশান্ত পরিবেশের। এ অবস্থায় মাও.আইউব আলী, মো. নূরুজ্জামান , আনসার আলী, আব্দুস সালাম, আহমদ আলী, সোলাইমান আলীসহ ৩৩ জন সদস্য স্বাক্ষরিত একটি আবেদনের প্রেক্ষিতে গেল বছরের ১৭ ডিসেম্বর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত অনুষ্ঠিত হয়। এর মাত্র একদিন পর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সদর থানার ওসি মাহফুজুল হককে সাথে নিয়ে ঘটনা স্থলে আসেন। এদিন ওসি সাহেবের নির্দেশেই বিতর্কিত ও বিবাদ সংঘটনের মূল নায়ক দবির উদ্দিনকে সহ-সভাপতি এবং মাদক চোরাকারবারি ইয়াকুব আলীকে সদস্য করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর এ কমিটি “আজীবন” তাদের কর্মকাÐ চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন ওসি সাহেব । ফলে শান্তিপ্রিয় সদস্য ও মুসল্লীগণ ন্যায় সিদ্ধান্ত না পেয়ে হতাশ হয়ে ফিরে যান। পরবর্তীতে অনেক সদস্য পদত্যাগ করেন।
মাওলানা আইউব আলী। যিনি এ মসজিদটিকে দাঁড় করানোর জন্য সুদীর্ঘ ৩০/৩২ বছর যাবৎ নিরলশ শ্রম দিয়ে যাচ্ছেন, তিনি আক্ষেপ করে বলেন,“ দবিরের তো সদস্য হবার যোগ্যতাও নেই, ওসি সাহেব কি কারণে তার নাম সহ-সভাপতি হিসেবে ঘোষণা করেন ?” নাম প্রকাশ না করার শর্তে জনৈক এলাকাবাসি জানান, “দবির মিয়া এলাকার সবচেয়ে লোভী ও বিতর্কিত মানুষ। তিনি পিতার সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে ছোট ভাই নবীর উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার প্রচেষ্টা চালিয়েছিলেন। ছোট ভাই কোন রকমে প্রাণে বেঁচে গেছেন। এ নিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। অপর দিকে ইয়াকুব আলী তো চিহ্নিত মাদক চোরা কারবারি। তার নামে কুড়িগ্রাম আদালতে দায়রা-১১৯/১৮-যুগ্ম/২য় নং মাদকের মামলা বিচারাধিন আছে। তিনি ফুলবাড়ি সীমান্তে বিজিবি’র হাতে ফেন্সিডিলসহ আটক হয়ে দীর্ঘ দিন জেল-হাজতে ছিলেন। সেখান থেকে জামিনে এসে আবারও সেই অপকর্মে ফিরে গেছেন। মাদক বিরোধী ফতোয়া দেয়ায় এই ইয়াকুব আলী তার মাদকসেবি সঙ্গীয়দের নিয়ে প্রায়ই মসজিদের নিয়োগপ্রাপ্ত খতিবকে নানা ভাবে লাঞ্চিত করে আসছেন। তিনি এতোই বেপরোয়া যে, ১৯ ডিসেম্বর তারিখে সংবাদকর্মীদের সামনেই খতিবকে উদ্দেশ্য করে অশ্লিল ভাষায় গালিগালাজসহ তাকে তাড়িয়ে দেয়ার হুমকি প্রদান করেন। বেচারা খতিব সকল অন্যায়-অত্যাচার নীরবে সহ্য করে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। বিগত ১২ জানুয়ারি তিনি খতিবের প্রতি অশোভন আচরণ করায় ইয়াকুবকে বাধা দেয় তার বড় ভাই মাওলানা আব্দুল মান্নান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে হামলিয়ে পড়েন বড় ভাইয়ের উপর। হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালান। উপস্থিত মুসল্লীগণ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। একই ভাবে দবির উদ্দিন এ মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেন। ঘটনাটির সংবাদ প্রশাসনের কাছে পৌছার পূর্বেই স্থানীয়রা মিলে তা ধামাচাপা দেন। এমন ঘটনার নায়কেরা কিভাবে মসজিদ কমিটিতে স্থান পায় ?” আলাপকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং এ মসজিদ কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বলেন “দবিরের কোন লজ্জা শরম আছে বলে মনে হয় না। যদি থাকতো তবে তার বিরুদ্ধে এতোসব অপকর্ম প্রমাণের পর সে সমাজে মুখ দেখাতো না।’’ চেয়ারম্যান নিজেও জানেন না তার এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বেহায়াপনার পিছনের ইন্ধনদাতা কারা।
সরজমিনে জানা গেছে, দবির উদ্দিন ওই মসজিদ জামাতের কোন লোক নন। তিনি তার শিশু পুত্রকে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসায় ভর্তি করার পর এখানকার আয়-উন্নতি দেখে মাদ্রাসার কমিটিতে স্থান করে নেন। এরপর তার অনিয়ম,দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে ওই কমিটি বিলুপ্ত করার পরও তিনি নিজেকে মসজিদ কমিটির সম্পাদক হিসেবে দাবি করতে থাকেন। এ নিয়ে ১৪ নভেম্বর তারিখে মসজিদ মাঠে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় তার অনিয়ম-দূর্নীতির বিষয় প্রমাণ হলে তাকে বহিস্কার করা হয়। এ সময় তার সঙ্গী ইয়াকুব আলী রেজুলেশন লেখার কথা বলে কৌশলে হাতিয়ে নেন মসজিদ কমিটির যাবতীয় নথিপত্র। ফলে বিপাকে পড়েন মূল কমিটির সদস্যরা। এদিকে এ পরিস্থিতির জন্য দায়ি করা হয়েছে লন্ডন প্রবাসী জনৈক মাওলানা তাজুল ইসলাামকে। যিনি লন্ডনে বসে সেখানে বসবাসরত বাংলাদেশিদের দানের অর্থে এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন। তিনি নাকি তার অসৎ স্বার্থ চরিতার্থের জন্য এদেশের হক্কানী উলামাদের পাশ কেটে এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের বোকা বানিয়ে ওইসব অসৎ চরিত্রের যুবকদের দিয়ে কাজ করাচ্ছেন। তার ইঙ্গিতেই মসজিদ কমপ্লেক্সের নাম পরিবর্তন করে জামেয়া সাহাবা করা হয়েছে। এ মসজিদটি সাহাবা কর্তৃক নির্মিত বলে প্রচার-প্রচারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করছেন। কিন্তু কোন সাহাবা দ্বারা এ মসজিদ নির্মিত হয়েছে, তা পরিস্কার নয়।
এ মসজিদটি উদ্ধারের পর থেকে যিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং যার লেখনিতে এটির উন্নয়নের দ্বার খুলে গেছে তিনি সাংবাদিক চঞ্চল মাহমুদ। তার সাথে কথা হলে তিনি জানান, “ আমি গভীরে যেতে চাই না। তবে ওই মসজিদকে ঘিরে যা হচ্ছে তা এলাকার সচেতন মানুষ এবং এ দেশের হক্কানী আলিমদের জন্য লজ্জার, ঘৃণার, অপমানের এবং ক্ষোভেরই বটে।” তিনি আরও জানান-“এ মসজিদ কমপ্লেক্স্রে প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রখ্যাত মনীষী মাওলানা মুহিউদ্দীন খান(রাহ.) যে স্বপ্ন দেখেছিলেন, মাত্র কয়েকজন স্বার্থান্বেষী মানুষের চক্রান্তে তা বিনষ্ট হতে চলেছে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানে কিভাবে মাদক ব্যবসায়ি, মাদকসেবি এবং বেনামাজিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে তা আমার বোধগম্য নয়। মাত্র দু/চার জন সদস্যের দাপটে কোন ঠাসা হয়ে পড়েছেন কমিটির অন্যান্য সদস্যরা। এমনকি স্বয়ং সভাপতিও কথা বলতে সাহস পান না। নির্মাণের নামে চলছে অনিয়মের মহোৎসব। সমাবেশের নামে চলছে আনন্দ-চিৎকার। বিদেশ থেকে মসজিদ নির্মাণের নামে অর্থ এনে তার যথেচ্ছাচার করা হচ্ছে। আর এসবের দায় মাওলানা তাজুল ইসলাম সাহেব কখনোই এড়াতে পারবেন না।” তিনি আরও বলেন “এখানকার সৎ এবং আলিম শ্রেণির মানুষরা অপেক্ষাকৃত দুর্বল। আর এ সুযোগের সদ্ব্যবহার করছেন দবির গং। তিনি মাওলানা তাজুল ইসলামের পরামর্শে দেশের সর্বাপেক্ষা হক্কানী উলামায়ে ক্বেরামদের সংগঠন আল-হাইয়াতুল উলয়া’র নিকট অঙ্গিকার পত্র দিয়ে তাদের সাথেও প্রতারণা করেছেন।”
উল্লেখ্য, ১৯৮৭ সালে ধ্বংসপ্রাপ্ত এ মসজিদের তলদেশ থেকে আরবি অক্ষরে ৬৯ হিজরী সন খোদিত একটি ইস্টকলিপি পাওয়া যায় । অতঃপর এটির গুরুত্ব বিবেচনা করে মাওলানা মুহিউদ্দীন খান (রাহ.) বিগত ১৯৯৬ খ্রিস্টাব্দে এ স্থানে বৃহৎ আকারের কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেন। কিন্তু তা সম্পন্ন হবার পূর্বেই তিনি ইন্তেকাল করায় তা স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় গেল বছরের মার্চ মাসে লÐল প্রবাসী জনৈক মাওলানা তাজুল ইসলাম এখানে এসে প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রæতি দেন। কিন্তু তিনি অজ্ঞাত কারণে স্থানীয় মুরুব্বী কিংবা মূল কমিটির সদস্যদের এড়িয়ে গিয়ে দবির উদ্দিন গং এর সাথে হাত মেলান। মসজিটি সাহাবাদের দ্বারা নির্মিত প্রচার করে লÐন থেকে আর্থিক সহায়তা নিয়ে তা অনিয়ম তান্ত্রিকভাবে দবির গং এর হাতে তুলে দেয়ায় ধর্মভীরু স্থানীয় সচেতন মুসল্লী ও কমিটির সদস্যদের সাথে সম্পর্কের টানাপড়েন শুরু হয়। চাপাই নবাবগজ্ঞ থেকে মসজিদ পরিদর্শনে আসা জনৈক মাওলানা আবদুল মালেক বলেন,“এটি যে সাহাবাদের দ্বারা নির্মিত-তার কি প্রমাণ আছে ? সঠিকতা যাচাই না করে সাহাবাদের নাম ব্যবহার করা কঠিন গুনাহের কাজ হবে। বিষয়টি দেশের হক্কানী উলামাদের খতিয়ে দেখা দরকার।
