Daily Gazipur Online

লিফটের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে লিফটের তার ছিঁড়ে আনোয়ারুল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১০টায় টঙ্গীর ভাদাম এলাকার তামিশনা ফ্যাশন লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বেলকা নবাবগঞ্জ গ্রামের সৈয়দ আলীর ছেলে।
শ্রমিকরা জানান, সোমবার রাতে আনোয়ারুল কারখানার লিফটে চড়ে ওপরে উঠছিলেন। এ সময় লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আনোয়ারুলের।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।