এস,এম,মনির হোসেন জীবন : শনিবার দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’। শনিকার ১৪ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তজাতিক বিমানবন্দরে বিকেলে ৩টা ৪৫ মিনিটে অবতরণ করার কথা রয়েছে।
জানা যায়, এটি কাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে আসার কথা ছিল। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ত্রুটি সারাতে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে । ড্রিমলাইনারটি ১৪ সেপ্টেম্বর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জ্ঞাপন করেছিলেন। বর্তমান পরিস্থিতে রাজহংস উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন ৪র্থ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘রাজহংস’। কাল বৃহস্পতিবার উড়োজাহাজটি দেশে আসার কথা থাকলেও সেটি আসছে না। এটি ডেলিভারি দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। সেই হিসাবে ১৪ সেপ্টেম্বর দেশে আসবে রাজহংস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন প্রসঙ্গে তাহেরা খন্দকার বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিমানটি আসলে পুনরায় তারিখ নির্ধারণ করা হবে। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৬টি। দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে। বিমানটির হস্তান্তর গ্রহণ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল সিয়াটলে বোয়িং কোম্পানীর এভারেট ডেলিভারী ও অপারেশন্স সেন্টারে পৌঁছেছেন।