
ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আগামীকাল ২৩ ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হচ্ছে। আয়োজিত ‘১ম বিভাগ (পুরুষ) হ্যান্ডবল লিগ-২০১৯’ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ৩:৩০ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের শুভ উদ্বোধন ঘোষনা করবেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সহ-সভাপতি মো: হাসান উল্লাহ খান রানা।
‘১ম বিভাগ (পুরুষ) হ্যান্ডবল লিগ-২০১৯’ এর প্রথম দিন মোট ০৩টি খেলা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিত খেলা সমুহ:
১। দুপুর ২:১৫ টায় সর্তীথ ক্লাব বনাম জুরাইন জনতা ক্লাব ।
২। দুপুর ৩:৩০ টায় ফ্লেইম বয়েজ ক্লাব বনাম মনসুর র্স্পোটিং ক্লাব (উদ্বোধনী)।
৩। বিকাল ৪:৪৫ টায় স্টার র্স্পোটস বনাম পূর্বাচল পরিষদ।
