Daily Gazipur Online

শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিজভী

ডেইলি গাজীপুর ডেস্ক: প্রবীণ সাংবাদিক শফিক রেহমান দীর্ঘ ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন । শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে তার নিউ ইস্কাটনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি তার সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার।
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমান গত ১৮ আগস্ট দেশে ফেরেন। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এ মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।