

স্টাফ রিপোর্টার: ফেনীর জেলার শরীফপুর হিফ্জুল কুরআন মাদরাসা ও এতিমখানার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উর্ধতন সরকারী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল ইসলাম। উদ্ভোধনী ও স্বাগত বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষাবিদ এবং মাদ্রাসার সভাপতি এম মহিউদ্দিন শরিফী, শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্থানীয় মসজিদের খতিব মাও. মো. এমদাদ উল্লাহ্, মোতাওয়াল্লি ও সাবেক মেম্বার মো.আব্দুল হামিদ, চট্টগ্রামের বিশিষ্ট শ্রমিক নেতা মো. রেজাউল বাহার মিয়া, কমিটির সদস্য প্রবাসী মো. ইকবাল খান, দাউদ মাষ্টার, মো. মজিবুল হক মিজান প্রমুখ। অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন, স্থানীয় নূরানী ও ফোরকানীয়া মাদরাসার পরিচালক মাও. মো. আনসার উদ্দীন। সভাপতি এ মহান দীনি প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এর উন্নতি সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে উভয় জাহানের কল্যাণ হাসিলের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
