শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ে ফরিদা আহসান ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
326
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর বড় বাড়ি কোনিয়া শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় ৪ কোটি ৪৪ লক্ষ ৯২ হাজার ৩৪৯ টাকা ব্যায়ে শিক্ষা প্রকৌশল অধিপ্তর গাজীপুর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্প কোনিয়া শহীদ আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় ও ফরিদা আহসান ৬তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বেসরকারি রাজস্ব ৭০ লক্ষ টাকা ব্যায়ে আলহাজ¦ জাহিদ আহসান রাসেল ৪ তলা ভিত বিশিষ্ট ১তলা ভবনের শুভ উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রদীপ কুমার মিত্রের সভাপতিত্বে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপন কমিটির সদস্য ফরিদ আহমেদ শরীফ মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ মো: জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলহাজ¦ আকরাম হোসেন সরকার, মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ¦ মো: শহীদ উল্লাহ, সদস্য এস এম শামীম আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ জালাল উদ্দিন সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিন আক্তার, গাজীপুর মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম সফিক, ইসমাইল হোসেন, শহীদুল ইসলাম শহীদ, ইদ্রিস আলী, মিজানুর রহমান মিজান, নূর হোসেন সরকার টিটু, মোসা: ছালমা আক্তার, ফরিদ আহমেদ শরীফ, কামরুল হাসান, জাহান আরা আক্তার প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here