Daily Gazipur Online

শহীদ জিয়া ডিগ্রী কলেজে মহান বিজয় দিবস পালিত

আল আমিন মন্ডল (বগুড়া) ঃ ১৬ই ডিসেম্বর গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজের আয়োজনে আলোচনা সভা ও ভলি-ব্যাডমিন্টন খেলা শেষে পুরস্কার বিতরন করা হয়েছে। অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক নজমুল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফজলার রহমান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল জব্বার, প্রভাষক কবির আহম্মেদ, শিক্ষক আমিনুল ইসলাম রাঙ্গা সহ সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ। শেষে বিজয়ীদলের হাতে পুরস্কার বিতরন করা হয়।
ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বিজয় দিবস পালিত
১৬ই ডিসেম্বর গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে লাংলুহাট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ পূর্বে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনারুল ইসলাম ধলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ সভাপতি (প্রস্তাবিত) ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) গোলাম রহমান মুকুল, নিবার্হী সদস্য মাহমুদুল আলম চৌধুরী ডাবলু, আ’লীগ নেতা এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম পিন্টু, সেকেন্দার আলী, রায়হান কবির সাধন, মেহেদুল ইসলাম সুমন, আঃ বাছেদ মিলন, ইসমাইল হোসেন, মোস্তাফিজুর রহমান, আইযুব আলী, জল্টু, নুর আলম, সাধন, সুকমল, রেজাউল, এমদাদুল, আমিনুল, সাবু, মহিদুল, সাইফুল, ফয়জুল, হেলাল, যুবলীগ নেতা আব্দুল্লা আল মাহমুদ রানা, ছাত্রলীগ নেতা হাসিবুল, রানাসহ আ’লীগ ও সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
দক্ষিনপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিজয় দিবস পালিত
১৬ই ডিসেম্বর গতকাল শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালী শেষে লাংলুহাট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি (প্রস্তাবিত) ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান রায়হান কবির সাধন, ইউপি সদস্য আব্দুল আউয়াল, ফারুক হোসেন, আবু তালেব মিঠু, বুুলু মিয়া, আব্দুল জলিল, মুকুল মিয়া, আহসান হাবিবব লেমন, লাভলী বেগম প্রমূখ।