

এস এম, জহিরুল ইসলামঃ মহিবুল্লাহ নামেই ছোটবেলা থেকে সকলের কাছে পরিচিত। গ্রামের বাড়ী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার শাহেদাপুর গ্রামে। ছাত্র জীবন থেকেই খুব মেধাবী ও সাহসী ছিলেন। পড়া লেখা শেষ করে যোগ দেন নৌ বাহিনীতে। চাকুরী জীবন কিছু দিন অতিবাহিত হলে দেশে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ।
মহিবুল্লাহ দেশ মাতৃকার টানে নিজের জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন সময়ে পাক বাহিনীর বেশ কয়েকটি জলযান সাহসিকতার সহিদ তিনি ধ্বংস করে দেন। এতে পিছু হটে পাকিস্তানের সৈন্যরা।
যুদ্ধ চালাতে গিয়ে একটি শক্তিশালী মাইন্ড বিস্ফোরণে শহীদ হন মহিবুল্লাহ।
পরবর্তীতে সরকার তার বীরত্ব ও এই মহান আত্ব ত্যাগের জন্য বীর বিক্রম খেতাব প্রদান করেন। এটি চাঁদপুর তথা বাংলাদেশের জন্য একটি আলোকিত ইতিহাসের অংশ। মহিবুল্লাহ যুদ্ধকালীন ৯ নং সেক্টরে যুদ্ধ করেন। তাকে খুলনার রুপসায় বীর শ্রেস্ট রুহুল আমিনের কববের পাশে সমাহিত করা হয়েছে। এই দুই বীর একটি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, একটি আলাদা মানচিত্রের জন্য একই সময় শহীদ হয়েছেন।
শহীদ মহিবুল্লাহ বীর বিক্রম এর দুই ছেলে। এক ছেলে মোঃ সালাউদ্দিন বাংলাদেশ পুলিশে পুলিশ পরিদর্শক হিসাবে কর্মরত। আরেক ছেলে ব্যাবসায়ী।
শহীদ মহিবুল্লাহ বীর বিক্রমকে নতুন প্রজন্মের কাছে স্বরনীয় করে রাখে তার জন্মস্থানে স্থানীয়ভাবে গড়ে তোলা হয়েছে শহীদ মহিবুল্লাহ বীর বিক্রম স্মৃতি সংসদ ও পাঠাগার। প্রতি বছর এ সংগঠনের উদ্যোগে এলকার অসচ্ছল ও গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ ছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা করা হয়। স্থানীয় ইসলামী কর্মসূচি ও ক্রীড়া ক্ষেত্রে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হয়।
এলাকাবাসী মনে করেন শহীদ মহিবুল্লাহ বীর বিক্রম বাংলাদেশের ইতিহাসে একজন আলোকিতজন যাহা চাঁদপুরের গর্ব।
