
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সভাপতি এড. মোহাম্মদ লিয়াকত আলীর মাতা মোছাম্মৎ শামসুন নাহার (৮৫) গতকাল ১৭ মে ভোর ৬ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না….রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমার নামাজের জানাযা ঐ দিন বাদে মাগরিব চন্দনাইশ পশ্চিম সাতবাড়ীয়া আরিফ শাহ্পাড়া ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তেকালে গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম মহানগর সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবদুল্লাহ, চট্টগ্রাম আইনজীবী শাখার সাধারণ সম্পাদক এড. আবু ফয়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী মো. আবদুর রহিম শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
