
সালাহ উদ্দিন , লালপুর( নাটোর ) : সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু গ্রামের ৮৮ টি বাড়ি ও ৫টি মন্দিরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে লালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় লালপুর উপজেলার ত্রিমোনীতে বাংলাদেশ “হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ” লালপুর উপজেলা শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
কর্মসুচী চলাকালে লালপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরিমল কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ লালপুর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের লালপুর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার ভদ্র, সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল, শ্রী গণেশ চন্দ্র দাস, শ্রী দীপেন্দ্রনাথ কুমার মাষ্টার, ডাঃ বুড়া সহ লালপুর উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক।
বক্তারা বলেন ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার দাবী করেন মানববন্ধন কর্মসূচির বক্তারা।
