Daily Gazipur Online

শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আবির হোসাইন শাহীন প্রতিবেদক : সিরাজগঞ্জ শাহজাদপুরে জলবায়ু পরিবর্তন অভিযোজন কার্যক্রম বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলা হলরুমে শিশু কেন্দ্রিক জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প, মানব মুক্তি সংস্থার সহযোগিতায় এবং উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ লিয়াত । এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষকেরা উপস্থিত ছিলেন ।