
এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা দুইজন যাত্রীর শরীরে থার্মাল স্ক্যানার ও পরীক্ষার সময় করোনাভাইরাস রোগী শনাক্ত করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে শাহজালাল বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এঘটনা ঘটে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালী ও স্পেন থেকে দেশে আসা এধরনের দুইজন রোগী (যাত্রী) পাওয়া গেছে। তারা দুইজন পুরুষ। তাৎক্ষনিক ভাবে তাদের দুইজনের নাম তিনি জানাতে পারেননি।
তাদেরকে সরাসরি শাহজালাল বিমানবন্দর থেকে একটি হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বলে জানান গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।
নতুন করে একটি স্ক্যানার বসানো হয়েছে। শাহজালালে নিরাপত্তার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্তরা সেবা দিয়ে যাচেছন। আমরা সবার সহযোগিতা চাই।
এদিকে, রোববার বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এক ব্রিফিংয়ে বলেন, আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।
পুরুষ দুইজন ইতালী থেকে ভ্রমণ করে দেশে এসেছেন বলে তিনি জানান, এদের মধ্যে এক পরিবারের দু’জন সদস্য আছেন। বিদেশ ফেরত সদস্য থেকে তার শরীরে করোনার সংক্রমণ হয়েছে। আক্রান্তদের বয়স ২০-৩৫ বছর। এসময়, তাদের শারীরিক অবস্থা ভালো বলেও জানায় আইইডিসিআর। তাদের হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।
