
এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৯ শত ৪৫ পিস ইয়াবাসহ একযাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর একটি দল । উদ্বারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য পাঁচ লক্ষ তিরাশি হাজার পাঁচশত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার পূর্ব মেড্ডা তিতাস পাড়ার মৃত আব্দুল আলিমের পুত্র সে।
সোমবার বিকেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে ইয়াবা সহ আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল আজ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে নভোএয়ার (ভিকিউ-৯৩৮) নম্বরের একটি বিমান কক্সবাজার থেকে ঢাকায় আসে। আর ওই বিমানের যাত্রী ছিলেন সৈয়দ মোহাম্মদ সফর (৪৫) । তখন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এপিবিএন পুলিশের সদস্যরা তাকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে আটক করে। পরবর্তিতে তার ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৯ শত ৪৫ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্বারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য পাঁচ লক্ষ তিরাশি হাজার পাঁচশত।
এপিবিএন পুলিশ জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে সে ইয়াবা আনার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর -২৬ তারিখ-২৯-০৪-২০১৯।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া আজ মঙ্গলবার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ওসি জানান, এঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামীকে জিঞ্জাসাবাদ করে আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
