এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ২৫ গ্রাম ওজনের প্রায় দেড় কোটি টাকার সোনার রিং যুক্ত প্যান্টসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ। আটককৃত ওই ভারতীয় যাত্রীর নাম আমির খান। আটককৃত স্বর্ণের মোট ওজন ৩.২৫ কেজি। যার বাজার মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা। জিঞ্জাসাবাদ শেষে সোমবার রাতে ওই ভারতীয় নাগরিককে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার রাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করে এসব সোনা উদ্বার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার এথেলা চৌধুরি আজ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা আজ জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-৮৯) নম্বর বিমানটি ব্যাংকক থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন ভারতের কলকাতার নাগরিক মো. আমির খান। তিনি বিমানবন্দরে নেমে তড়িগড়ি করার সময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে। পরবর্তীতে যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমের পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়।
ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা আরও বলেন, পরে তার পরিহিত প্যান্ট এবং সঙ্গে থাকা আরো ৫টি প্যান্ট ও ব্যাগের বিভিন্ন অংশে লুকায়িত অবস্থায় রিং আকৃতির ধাতব পদার্থ পাওয়া যায়। এতে সিলভারের প্রলেপ দেয়া ছিল। রিংগুলো বিশেষভাবে তৈরি গোলাকৃতির ক্যাপের মধ্যে লুকানো ছিল। প্রতিটি প্যান্টই সেনাবাহিনীর ব্যবহৃত পোশাকের আদলে তৈরি। আটককৃত স্বর্ণের মোট ওজন ৩.২৫ কেজি। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ টাকা। জিঞ্জাসাবাদ শেষে ওই ভারতীয় নাগরিক আমির খানকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া আজ মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ধৃত মামলার আসামী ভারতীয় নাগরিক আমির খানকে আজ আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় বিমানবন্দরে থানায় একটি মামলা হয়েছে।