
এস,এম,মনির হোসেন জীবন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের টয়লেট থেকে ৭ কেজি ৮৮৮ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।
জব্দকৃত সোনার মধ্যে ১০ তোলা ওজনের মোট ৬৮পিস স্বর্ণ বার রয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
আজ শুক্রবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সোনার এই বড় চালানটি একটানা ৪ ঘন্টা তল্লাশী অভিযান চালিয়ে আটক করা হয়।
আজ শুক্রবার কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ মুবিনুল কবীর সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন ।
কাস্টমস শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর সুত্রে জানা যায়, শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের (বিজি-২৪৮) নম্বরের একটি উড়োজাহাজে দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে এসে অবতরণ করে। তখন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকে । এ সময় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি-২৪৮) নম্বরের উড়োজাহাজে তারা তল্লাশী চালায়।
আজ কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, একটানা প্রায় ৪ ঘন্টা তল্লাশীর এক পর্যায়ে শুল্ক গোয়েন্দারা ওই উড়োজাহাজের টয়লেটে টিস্যু রাখার বক্সের নিচের চেম্বারের অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৭ কেজি ৮৮৮ গ্রাম সোনা পাওয়া যায়। যার মধ্যে ১০ তোলা ওজনের মোট ৬৮ পিস স্বর্ণের বার রয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি ৭৩ লাখ ২৮ হাজার টাকা।
এতে আরো বলা হয়, জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
