Daily Gazipur Online

শাহজালালে সিঙ্গাপুরগামী বিমানের ময়ূরপঙ্খী উড্ডোয়নের ১ ঘন্টা পর জরুরি অবতরণ

এস,এম,মনির হোসেন জীবন : বিমানের ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ার কারণে ঢাকা- সিঙ্গাপুর রুটে চলাচলরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ ’’মূয়ুরপঙ্খী’’ উড়োজাহাজটি আকাশে উড্ডোয়নের পর আজ সকালে টেকনিক্যাল ল্যান্ডিং (জরুরি) অবতরণ করেছে।
এদিকে, আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় বোয়িং ৭৩৭-৮০০ নম্বরের ময়ূরপঙখী ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। বর্তমানে এটি ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক ও ঢাকা-সিলেট রুটে চলাচল করছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটে (বিজি-০৮৪) নম্বর ফ্লাইটটি ১৪৩জন যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়নের পর হঠাৎ করে বিমানের টেকনিক্যাল ল্যান্ডিং গিয়ার যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এসময় ওই বিমানের পাইলট ল্যান্ডিং গিয়ার ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করেন। এসময় ল্যান্ডিং গিয়ার ভেতরে না যাওয়ায় ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। পরবর্তীতে প্রায় এক ঘণ্টা ৫ মিটির চেষ্টার পর পাইলট উড়োজাহাজটি আজ সকাল ৯টা ৩০ মিনিটের সময় শাহজালাল বিমানবন্দরে নিরাপদে বিমানটি জরুরি অবতরণ করেন।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজ বাসসকে জানান, ওই ফ্লাইটের সকল যাত্রীকে অন্য একটি উড়োজাহাজে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।
তিনি বলেন, যান্ত্রিক সমস্যার কারণে ময়ুরপঙখী নামক উড়োজাহাজটি টেকনিক্যাল ল্যান্ডিং করেছে। ওই উড়োজাহাজে পাইলট, কেবিন ক্রু সহ আরও ৭জন ছিলেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ ডিসেম্বর বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয় । বর্তমানে ঢাকা-সিঙ্গাপুর, ঢাকা-ব্যাংকক ও ঢাকা-সিলেট রুটে চলাচল করছে। বিমানের নিজস্ব ১০টি উড়োজাহাজের একটি হল ময়ূরপঙ্খী। ১০টি উড়োজাহাজের মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, দুইটি বোয়িং ৭৩৭-৮০০ ও চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ।