
এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ লাখ ৩২ হাজার পিস বিদেশি ওষুধ সহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। আটককৃত ওই যাত্রীর নাম মো: আসাদ। জব্দকৃত ওষুধের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা ।
আজ বুধবার সকাল ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় এঘটনা ঘটে।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বুধবার সকালে সৌদি আরবের জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইন্সের (এসভি-৮০২) নস্বরের ফ্লাইটটি ঢাকায় এসে অবতরণ করে। আর ওই বিমানের যাত্রী ছিলেন মোহাম্মদ আসাদ। সে বিমানবন্দরে নেমে তড়িগড়ি করে গ্রীন চ্যানেল অতিক্রমের পরে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তার কাছে কিছু নেই বলে তিনি জানান। পরে তার সাথে থাকা লাগেজ তল্লাশী চালিয়ে তার ভেতরে ১ লাখ ৩২ হাজার পিস বিদেশি ওষুধ পাওয়া যায়। এসময় যাত্রী আসাদকে হাতেনাতে আটক করে। জব্দকৃত ওষুধের আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
