
এস,এম,মনির হোসেন জীবন : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি ঘটরায় মোট ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়েছে। এঘটনায় এক কিশোরী সহ ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। উদ্বারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন ও পাবলিক টয়লেটের পাশ থেকে শুক্রবার দুপুরে পৃথক অভিযানে ৮ হাজার পিস ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো: আলমগীর হোসেন শিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এপিবিএন পুলিশ জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ১ (এক) হাজার পিস ইয়াবাসহ ফারজানা আক্তার মীমকে (১৪) নামে এক কিশোরীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২০টি এয়ারটাইট প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এছাড়া একই দিন দুপুর ২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনের পুকুরপাড় থেকে ৪ হাজার পিস ইয়াবা সহ মো: ইয়ামিন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে এপিবিএন পুলিশ।
অপর দিকে, শুক্রবার দুপুর ৩টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সংলগ্ন পাবলিক টয়লেটের পাশ থেকে মো. শরিফুল ইসলামকে (২৬)আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক কিশোরী ফারজানা আক্তার মীমের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে। আটক ইয়ামিন বরিশাল জেলার হিজলা থানার শ্রীপুর গ্রামের আব্দুল মজিদ তালুকদারের পুত্র এবং শরিফ (২৬) ঢাকার শ্যামপুর থানার গেন্ডারিয়ার দক্ষিণ মীর হাজীরবাগ এলাকার মৃত তবারক হাওলাদারের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন জনই নিজেদের মাদকের বাহক বলে দাবি করেন। মূল মালিকের প্রতিনিধির কাছে এসব ইয়াবার চালান পৌঁছানোর কথা ছিল তাদের। আটক ইয়ামিনের নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদক আইনে মামলা আছে।
আলমগীর হোসেন শিমুল আজ জানান, আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। জিঞ্জাসাবাদ শেষে তাদেরকে রাতে সংশ্লিস্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরে আযম মিয়া আজ শনিবার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার আসামী ও তিন মাদক ব্যবসায়ীকে জিঞ্জাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। এসব ঘটনায় মাদকআইনে মামলা রুজু করা হয়েছে।
