
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :মহান মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীনতার ইশতেহার পাঠক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।
১৫ জুলাই ২০২০ বুধবার বিকালে এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, “আমাদের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ৪ খলিফার অন্যতম বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজ বাঙালি জাতির সূর্যসন্তান। তাঁর মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে।”
তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে শাহজাহান সিরাজের বিদেহী আত্মার মাগফেরার কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
