শাহরাস্তিতে আ’লীগের বৈঠকে ৫ নেতা অবরুদ্ধ

0
265
728×90 Banner

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে আসন্ন সম্মেলন কে কেন্দ্র করে আওয়ামীলীগের বৈঠকে সংঘর্ষ শেষে ৫ নেতাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। গতকাল শনিবার রাতে শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফের বাসায় এ ঘটনা ঘটে।
উপস্থিত কর্মী ও বিভিন্ন সূত্র জানায়, ওই রাতে কেন্দ্রীয় আ’লীগের নিদের্শে সারা দেশের ন্যায় শাহরাস্তি উপজেলা আ’লীগ আসন্ন সম্মেলনকে লক্ষ্য করে দলীয় কর্মী সংগ্রহের ফরম বিতরণে এক সভা আহ্বান করে। এসময় দলীয় মনিটরিং টিমের বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ফরিদ উল্লাহ চৌধুরী, জেলা আ’লীগের সদস্য পৌর মেয়র হাজী আব্দুল লতিফ , জেলা আ’লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির মজুমদার উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার, আ’লীগ নেতা সালেহ আহম্মেদ প্রমুখ।
এছাড়া মিটিং চলাকালীন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত উপজেলা নেতৃবৃন্দের নিকট দলীয় ফরম উন্মুক্ত করা হচ্ছে না কেন জানতে চান। এ বিষয়কে কেন্দ্র করে যুবলীগের কিছু অতি উৎসাহী নেতৃবৃন্দ হট্টগোল শুরু করলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে উত্তেজিত কর্মীরা দলীয় নেতৃবৃন্দকে ২ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ বিষয়টি স্থানীয় সাংসদ রফিকুল ইসলাম বীর উত্তম দেশের বাইরে থাকায় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা মাহবুব আলম হানিফকে অবগত করেন বলে জানান। এদিকে বিবাদমান বিষয়টি স্থানীয় সাংসদ দেশে এলে ও পরবর্তীতে দলীয় মিটিংয়ে সুরাহা হবে বলে নেতৃবৃন্দদেরকে আস্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
উপজেলা আ’লীগের দায়িত্বশীল এক নেতা জানান, ফরম বিতরণকে কেন্দ্র করে বিভিন্ন ইউনিয়নের কিছু উশৃংখল সহযোগী সংগঠনের কর্মী ফরম চিন্তাই, ফরম বিতরণে বাধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ কে মারধর করার মতো কার্যকালাপ চালাবার মতো অভিযোগ রয়েছে। যার ফলশ্রুতিতে সুচিপাড়া উত্তর ইউপির আওয়ামীলীগ দলীয় ফরম পূরণ করাকে কেন্দ্র করে নজরুল ইসলাম মহসিনকে (৪০) বেদম মারধর করে, সে বর্তমানে শাহারাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে যুবলীগের উপজেলা আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল মুঠোফোনে জানান, ঘটনার সময় আমি ও আমরা সেখানে কেউ ছিলাম না। তবে দলীয় সিদ্ধান্ত ও সংগঠন বিধি মোতাবেক ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা হওয়ার কথা ছিল। কিন্তু সে ভাবে ফরম বিতরণ না হওয়ায় কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে বলে জানতে পেরেছি। এদিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক সংঘর্ষ শেষে ৫ নেতাকে অবরুদ্ধ করে রাখার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here