
দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে নারী নির্যাতন, যৌন হয়রানী ও ইভটিজিং প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উল্যাহ চৌধুরী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান উল্যাহ চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রমুখ। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলার ১০১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ৩২টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১৯টি মাদ্রাসার অধ্যক্ষ/সুপার, ৪টি ডিগ্রি কলেজের অধ্যক্ষ, মসজিদের খতিব, পেশ ইমামসহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
