
শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তিতে নির্বাচনী সহিংসতায় ৩জন আহত হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ৩ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ মোঃ মকবুল হোসেনের (আনারস) কর্মী।
আহতরা জানান, ওইদিন বিকেলে আনারস প্রতীকের প্রার্থীর নির্বাচনী পোষ্টার লাগানোর পর সন্ধ্যায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা সেগুলো নামিয়ে নষ্ট করে ফেলে। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে বাক-বিতন্ডার এক পর্যায়ে স্থানীয় যুবলীগ নেতা আবুল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন নৌকা প্রতীকের কর্মী-সমর্থক আনারস প্রতীকের কর্মীদের উপর হামলা করে। এতে চন্ডিপুর গ্রামের হিরার বাড়ির মৃত শামছুল হকের পুত্র আবদুর রহিম প্রকাশ সুমন (২৭), আবদুল করিমের পুত্র আলমগীর হোসেন (৩৭) ও পাটোয়ারী বাড়ির আবদুল খালেকের পুত্র ফিরোজ আহমেদ (৩০) আহত হয়। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার সংবাদ পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিঃ মোঃ মকবুল হোসেন (আনারস) আহতদের দেখতে হাসপাতালে ছুটে আসেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
