শাহরাস্তি পৌর যুবলীগের ওয়ার্ড কমিটি গঠনকল্পে আলোচনা সভা

0
246
728×90 Banner

দ্বীন মোহাম্মদ মুন্না, শাহরাস্তি: চাঁদপুরের শাহরাস্তি পৌর যুবলীগের ওয়ার্ড কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। শাহরাস্তি শহর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, শহর যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম সুমন, সাখাওয়াত হোসেন, ও জাহাঙ্গীর আলম। এ সময় সভায় শহর যুবলীগের ৩ টি ওয়ার্ডের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত ৩টি পৌর যুবলীগের ওয়ার্ড কমিটি যথাক্রমে, ৯ নং ওয়ার্ড আহ্বায়ক মাসুদ মোল্লা, যু্গ্ম-আহ্বায়ক মাসুদ আলম, ও আব্দুর রহমান। ১০ নং ওয়ার্ড আহ্বায়ক মো. সুমন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াদুদ ও মনির হোসেন। ১২ নং ওয়ার্ড আহ্বায়ক মুছিজ্জামান, যুগ্ম-আহ্বায়ক মুজাম্মেল হোসেন ও আলাউদ্দিন।
এছাড়াও গেল কিছুদিন পুর্বে শহর যুবলীগের আরও ৪টি ওয়ার্ডের যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন পৌর যুবলীগ নেতৃবৃন্দ। ঘোষণাকৃত ওয়ার্ডগুলো যথাক্রমে ১, ৬, ৭ ও ১১ নং ওয়ার্ড।
আলোচনা শেষে সভায় শহর যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম বাবুল ও যুগ্ম-আহ্বায়ক তুষার চৌধুরী রাসেলসহ নেতৃবৃন্দরা নবগঠিত ৩টি ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটির হাতে নামের তালিকা তুলে দিয়ে বলেন, আগামী দিনে নবগঠিত আহবায়ক কমিটি শাহরাস্তি-হাজীগঞ্জে অভিভাবক জননেতা মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে যে কোন আন্দোলন ও সংগ্রামে এগিয়ে যাবে। যুবলীগ নেতৃবৃন্দকে আগ্রামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন করার জন্য নির্দেশ দেন। সে সাথে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে পূর্নাঙ্গ ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশর্না দেয়া হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here