শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের পক্ষে বাড়ি বাড়ি ইফতার বিতরন

0
465
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ৭ মে ভাওয়াল বীর, বীর মু‌ক্তি‌যোদ্ধা, শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ১৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের পক্ষ থেকে বাড়ি বাড়ি ইফতার বিতরন করেন।
ইফতার বিতরন করেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছাত্র,শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামী গ্রন্থাগারের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম।
রেজাউল করিম জানান, করোনার কারনে মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে,তাই এবার আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এলাকায় বাড়ি বাড়ি ইফতার বিতরনের আয়োজন করি।


উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে একদল চিহ্নিত সন্ত্রাসী নোয়াগাঁও স্কুল মাঠে জনসভা চলাকালে জুমা আজানের ঠিক পূর্ব মূহুর্তে প্রকাশ্যে দিবালোকে চলতি সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার এমপিকে গুলি করে হত্যা করে। এই হত্যা মামলার রায়ে ২০০৫ সালের ১৬ মে ২২ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়।
২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট ডিভিশন আসামীদের ডেথ রেফারেন্স, জেল আপীল ও আবেদনের শুনানী শেষে ৬ জনের মৃত্যুদন্ড এবং ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড বহাল রেখে ১১ জনকে খালাস দেয় আদালত। বিচার চলাকালে ২ আসামীর মৃত্যু হওয়ায় তাদের আপীল নিষ্পত্তি করে দেয়া হয়। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এক পলাতক আসামীর কোন আপিল না থাকায় তার পূর্বের রায়ই বহাল রাখা হয়।
আহসান উল্লাহ মাস্টার এমপি টঙ্গী-গাজীপুর-২ আসন থেকে ১৯৯৬ ও ২০০১ সালে দুইবার সংসদ সদস্য, ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে দু’দফা পূবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত ছিলেন। মরহুম আহসান উল্লাহ মাস্টার এমপি শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ও সাধারণ সস্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রখ্যাত শ্রমিক নেতা, মৃত্যুঞ্জয়ী ভাওয়াল বীর, বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসানউল্লাহ মাস্টার এমপি'র ১৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামিক গ্রন্থাগার এর উদ্যোগে ঘরে ঘরে ইফতার বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক, টঙ্গী সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহীদ আহসান উল্লাহ মাস্টার ইসলামিক গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি স্নেহের ছোটভাই রেজাউল করিম

Posted by Ddkabirshah Kabirshah on Thursday, May 7, 2020

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here