Daily Gazipur Online

শাহেদের প্রতারণা নিয়ে এবার মুখ খুললেন স্ত্রী,টর্চার সেলের ছবি ভাইরাল

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম। প্রতারণার সব কৌশলই যার নখদর্পনে। এমনকি প্রতারণায় ছাড় পায়নি নিজের পরিবারও।
বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে শাহেদের স্ত্রীর মুখে উঠে আসে তার নানা অপকর্মের চিত্র। এছাড়া স্বামীর বিচারও দাবি করেন স্ত্রী সাদিয়া।
শাহেদের স্ত্রী সাদিয়া জানান, ‘শাহেদের প্রতারণার শুরু হয় ২০০৮ থেকে। পরিবারের লোকদের সাথেও প্রতারণা করতো সে। এটা তার নেশায় পরিণত হয়েছে। এই প্রতারকের বিচারও চান তিনি। কয়েকবার আমি তার কাছ থেকে চলেও গেছি। আমার পরিবারের কয়েকজনের সাথেও তার টাকা পয়সা নিয়ে গণ্ডগোল ছিলো। ওনার জন্য আমার পরিবারের অন্যরাও সমস্যায় আছে।’
এছাড়া তার বাড়ির মালিকের দাবি, বাসা ভাড়ার টাকা চাইতে গেলেও দেয়া হতো হুমকি। তিনি বলেন, শাহেদ সুটকেসে টাকা নিয়ে ঘুরতেন।
এদিকে, শাহেদ যাতে বিদেশ যেতে না পারে সেজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। শাহেদের প্রতিষ্ঠানের পিআরও ও তার ভায়রাকে আটক করেছে র‍্যাব।

এবার শাহেদের টর্চার সেলের ছবি ভাইরাল
উত্তরার ১২ নম্বর সেক্টরের রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে ছিল প্রতারক শাহেদের চর্টার সেল। প্রতারণার নানা কৌশলে অর্থ হাতিয়ে নেয়ার পর কেউ তার কাছে টাকা চাইতে গেলে ওই টর্চার সেলে চালানো হতো নির্যাতন।
রিজেন্টে অভিযানের পর এমন নানা নির্যাতনের তথ্য বেরিয়ে আসছে। কথা বলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। শাহেদের নির্যাতনের শিকার লোকজন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।
এমনই একজন জানান, তার কাছে টাকার জন্য গিয়ে ছিলাম। টাকা চাওয়া মাত্রই তার লোকজন আমার দুই হাত ধরে শাহেদের কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে শাহেদ নিজেই আমাকে নির্যাতন করে।
শাহেদ একজনকে নির্যাতন করছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।