

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর স্বনামধন্য শিক্ষানুরাগী ও সমাজকর্মী প্রয়াত শিক্ষাদরদী আলহাজ মোঃ সালামত উল্যাহ মাস্টার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার টঙ্গীর স্থানীয় বড় দেওড়া বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সালামত উল্লাহ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান ও ট্রাস্টের চেয়ারম্যান মোস্তফা কামাল হুমায়ুন হিমু, মসজিদ কমিটির সভাপতি হাজী গোলাম কুদ্দুস মোল্লা, মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু মুসা, হাজী হোসেন উদ্দিন, মোহাম্মদ বদিরুজ্জামান প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে মরহুম সালামত উল্যাহ মাস্টার, তাঁর সহধর্মিনী প্রয়াত খন্দকার মনোয়ারা বেগম, প্রয়াত পুত্রদ্বয় মোস্তফা জামান, মোস্তফা সারোয়ার মামুনসহ প্রয়াত আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর জন্য দোয়া করা হয়।
