শিক্ষা মন্ত্রণালয়কে ছয় কোটি ২০ লাখ ডলার ঋণ ছাড় বিশ্বব্যাংক

0
147
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে থাকা সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ৬ কোটি ২০ লাখ ডলার ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক। ঋণ ছাড়ের জন্য ৩৫টি শর্তের মধ্যে চলতি বছরের জন্য নির্ধারিত ছয়টি শর্ত ‘সন্তোষজনকভাবে’ সম্পন্ন করায় এই ঋণ অর্থ ছাড় করা হয়েছে জানিয়ে রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে চিঠি দিয়েছে বিশ্বব্যাংক। খবর বিডিনিউজের।
মহামারীকালে বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর মধ্যে এটি সর্বোচ্চ ঋণ ছাড় বলে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে আটটি ক্ষেত্রে ৩৫টি ফল অর্জনের শর্তে ২০১৮ সালে বিশ্বব্যাংকের কাছ থেকে ৫১ কোটি ডলার ঋণ নিতে চুক্তিবদ্ধ হয় শিক্ষা মন্ত্রণালয়। পঞ্চম শ্রেণী সম্পন্ন করার পর মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশের আগে শিক্ষার্থীদের সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে ডায়াগনস্টিক এ্যাসেসমেন্ট গাইডলাইন তৈরি, শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সময় মনিটরিং করার গাইডলাইন তৈরি, হারমোনাইজ স্টাইপেন্ড ব্যবস্থা চালু করাসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার আর্থিক সক্ষমতা বৃদ্ধির শর্ত রয়েছে এর মধ্যে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here