
মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে নুপুর (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ মার্চ বৃহস্পতিবার রাত ১১ টার সময় ঠাকুরগাঁও শহরের সৈয়দপুর ব্রীজ এলাকার ডিসি পার্কের একটি গভীর গর্তের থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন পুলিশ।
নিহত নুপুর পঞ্চগড় জেলা হারুন-অর-রশিদের কন্যা বলে জানা যায়। নিহতের বাবা পেশায় একজন রিকশাচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাসা থেকে নিখোঁজ হয় এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় শিশু নুপুরকে তবেই পাওয়া না গেলে পরিবারের লোকজন ঠাকুরগাঁও সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে রাতেই স্থানীয়রা শিশুটির মরদেহ ডিসি পার্কের একটি গভীর গর্তের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এবিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোঃ আব্দুল্লাহ সত্যতা নিশ্চিত করে জানান এ বিষয়ে তদন্ত চলছে তদন্তের পর এর নিহতের কারণ জানা যাবে।
নিহত শিশুটির পরিবার প্রায় দুই মাস যাবত শহরের ফকির পাড়া এলাকার আলীর বাসায় ভাড়া থাকতো বলে জানা যায়।
