ডেইলি গাজীপুর প্রতিবেদক: ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার। ইজতেমার শুরুর প্রথম রাত পবিত্র শবেবরাতের রাত হওয়ায় ইজতেমা ময়দানে বড় করে শবেবরাত পালনের জন্য লাখো মুসল্লির অংশগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।ইতোমধ্যে ময়দানের ৯০ শতাংশ কাজ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন আয়োজক সাদপন্থীরা।
সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম রাত পবিত্র শবেবরাতের রাত হওয়ায় লাখ লাখ মুসল্লির অংশগ্রহণ আশা করছি। লাখো মুসল্লি নিয়ে আমরা ইজতেমা ময়দানে পবিত্র শবেবরাত পালন করব, ইনশাল্লাহ।বিশ্ব ইজতেমার জন্য ময়দান প্রস্তুুতির কাজ প্রায় শেষ উল্লেখ করে তিনি বলেন, ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে।নির্ধারিত সময়েই ইনশাল্লাহ যাবতীয় কাজ শেষ হবে।
ইতোমধ্যে ময়দানে বিদেশি মেহমান আসা শুরু হয়েছে বলে জানান সাদপন্থীদের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
শুরায়ি নেজাম পন্থীদের আয়োজনে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি প্রথম পর্বের দুই ধাপে ইজতেমা সম্পন্ন হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী তথা মাওলানা ওয়াসিফুল ইসলাম অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব ।
শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে
