
ডেইলি গাজীপুর প্রতিবেদক: শেখ ফজলুল হক মনি’র ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১১ ডিসেম্বর বিকেলে ঢাকার তোপখানা রোডস্থ কমরেড নির্মলসেন মিলনায়তনে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
সংগঠনের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট নজরুল ইসলাম, ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট আবুল হোসেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব মোঃ গোলাম মোস্তফা ভূইয়া, জয়বাংলা মঞ্চের সভাপতি মাওলানা মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী ও আওয়ামী লীগ নেতা আ স ম মোস্তফা কামাল।
আলোচনা শেষে শেখ ফজলুল হক মনিসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
