
ডেইলি গাজীপুর প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিহমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বিএনপি সার না দিয়ে কৃষকদের হত্যা করেছিল। আর আওয়ামীলীগ সার-সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কৃষকদের বাঁচিয়ে রেখেছে। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি এর চেয়ে ভাগ্য কিছু হতে পারে না। আমরা নিকট অতীতে যা কল্পনাও করি নাই, তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন। সারা দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নের জোয়ার ছাড়াও আকাশে নিজ¯^ স্যাটেলাইট পাঠানো ও নিজ¯^ অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। একমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃত দিয়েছে।
তিনি গাছা থানা কৃষকলীগের উদ্যোগে প্রান্তিক কৃষক, বর্গা কৃষকদের মাঝে সার বিতরণ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্মশত বার্ষিকী উলক্ষ্যে স্থানীয় বোর্ড বাজার ইউটিসি চত্বরে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর বক্তৃতা ও সার বিতরণ শেষে রোববার রাত ৮টায় অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবীদ সমীর চন্দ। আলোচনা রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, মহিলা শ্রমিকলীগের কেন্দ্রীয় কার্যকরি সভাপতি বেগম সামছুন নাহার ভুইয়া এমপি। গাছা থানা কৃষকলীগের সভাপতি মো. শাহ্জাহান তরুণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি মো. আলী আকবর চৌধুরী, মো. আবুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক রোমান আলী টুসি এমপি, গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি সাবেক কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কাদির মন্ড. মহানগর আওয়ামীলীগের সহসভাপতি মো. ওসমান আলী, মো. আসাদুর রহমান কিরণ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মতিউ রহমান মতি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. মহিউদ্দিন আহম্মে মহি, মো. কাজী ইলয়াস আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুাক্তযোদ্ধা ডা. মীর মোজাফ্ফর হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহিদ উল্লাহ্, মহানগর আওয়ামীলীগ নেতা মো. সিরাজুল ইসলাম, হাজী মো. আব্দুর রশিদ, মো. আকরাম হোসেন সরকার, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, আওয়ামীলীগ নেতা এস এম শামীম আহমেদ. মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহ্সান সরকার রাসেল, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম দীপ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, হাজী মো. মমিন উদ্দিন ঠাকুর, মো. লিটন মোল্লা, শ্রমিকলীগ নেতা মো. মজিবুর রহমান, মৎস্যজীবীলীগ নেতা মো. আজিজ খান, আসাদুর রহমান কবির প্রমুখ।
