Daily Gazipur Online

শেরপুরে লায়ন গনি মিয়া বাবুল সংবর্ধিত

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন গনি মিয়া বাবুল এর শুভাগমন উপলক্ষে ২০ নভেম্বর শনিবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা শাখার পক্ষ থেকে এক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন গনি মিয়া বাবুল তার অন্যান্য কৃষিবিদ বন্ধুদের সাথে নিয়ে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ গ্রামে তাদের এক অসহায় বন্ধুকে নিজেদের খরচে নির্মিত বসতঘর প্রদান অনুষ্ঠানে তিনি আসেন। এসময় জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদ ও সাধারণ সম্পাদক জিএইচ হান্নান এর নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় সংস্থার জেলা শাখার অন্যান্য নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সফরসঙ্গী সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ শফিউল্লা, ঢাকার পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জিয়াউর রহামন খান, ঢাকার সবুজবাগ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ বাবুল হোসেন খান, ঢাকার খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা হিরণ, ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ হোসাইন ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।