শেষের পথে ভোট, গণনা শুরু, এগিয়ে ট্রাম্প

0
26
728×90 Banner

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটাভুটি শেষের দিকে চলে এসেছে। বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে প্রায় সব রাজ্যে শেষ হবে ভোটগ্রহণ। সবার প্রথমে কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ভোটকেন্দ্রগুলোর দরজা বন্ধ হয়। আর এখান থেকেই আসা শুরু করে ভোটের ফলাফল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪০টির বেশি রাজ্যে এরই মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ধীরে ধীরে আসতে শুরু করেছে ফলাফলের পূর্বাভাস। তবে কিছু রাজ্যের ফল জানতে অপেক্ষার প্রহর আরও খানিকটা দীর্ঘ হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ভোট গণনা টেবিলে দেখা যাচ্ছে, বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত গণনা করা ভোটের ৭০ হাজার ১১৪ ভোট পেয়েছেন কমালা হ্যারিস (৩৬ শতাংশ)। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১১৪ ভোট (৬৩ শতাংশ)। প্রতি মিনিটে মিনিটে ভোট গণনার সংখ্যা বেড়ে চলছে।
প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টির জন্য ১৬২ ইলেকটোরাল ভোট মোটামুটি নিশ্চিত। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জিতছেন ৮১টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।
মূলত নিজেদের শক্ত ঘাঁটিগুলোর ফলাফলেই প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোর ফলাফল সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
টেক্সাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইমিং, আরাকানসাস, সাউথ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জিততে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর কমলা হ্যারিস জিতছেন ডেলাওয়ার, রোড আইল্যান্ডের মতো রাজ্যগুলোতে।
বিবিসির তথ্যমতে, মিশিগান, পেনসিলভানিয়া, উইসকসসিন, জর্জিয়া, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদায় দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এসব রাজ্যে তাদের ভোট ব্যবধান খুবই কম।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here